কারামুক্ত হয়ে মা বাবার কাছে ফিরলেন মজলুম ছাত্রনেতা শাহনেওয়াজ:
মোটর শোভাযাত্রা ও ফুল দিয়ে বরণ এলাকাবাসীর
নিজস্ব প্রতিবেদক :
সদ্য কারামুক্ত কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ শাহ নেওয়াজ কে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেন যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা। মঙ্গলবার বিকালে হোয়াইক্যং স্টেশন থেকে নয়াবাজার স্টেশন পর্যন্ত মোটর সাইকেল শৌডাউনের মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয় ।
এলাকায় পৌঁছানোর পর স্থানীয় মুরব্বিসহ জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন সদ্য কারামুক্ত ছাত্রদল নেতা হাফেজ শাহ নেওয়াজ। নেতৃত্ব ও স্থানীয় জনতা জানান,হাফেজ শাহ নেওয়াজ ছাত্রদলের নিবেদিত, ত্যাগী ও কারা নির্যাতিত নেতা।
হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের সদস্য সচিব আনোয়ার ইসলাম জানান,
বিগত সময়ে দলের জন্য একাধিক মামলার আসামি হয়ে বারবার কারা নির্যাতিত হয়েছেন শাহ নেওয়াজ । শহীদ জিয়ার আদর্শের একজন দুঃসময়ের লড়াকু সৈনিক হাফেজ শাহ নেওয়াজ। দলের সুসময়েও কারাগারে যাওয়াটাই খুবই দুঃখজনক বলে জানান যুবদলের এই নেতা।
সদ্য কারামুক্ত হাফেজ শাহ নেওয়াজ জানান,শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দলের জন্য কাজ করতে গিয়ে বিগত ফ্যাসিস্ট আমলে অনেক নির্যাতন সহ্য করেছি এবং ভবিষ্যতেও দলের জন্য সবধরণের ত্যাগ স্বীকার করতে রাজি আছি ইনশাআল্লাহ । আটক পর থেকে দলীয় নেতৃবৃন্দ, আমার সহকর্মী, যারা আমার জন্য সোস্যাল মিডিয়াসহ বিভিন্নভাবে প্রতিবাদ করেছেন এবং সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সর্বস্থরের মানুষের দোয়া কামনা করছেন হাফে শাহ নেওয়াজ।