শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
জাতিসংঘ সদর দপ্তরের সামনে আ.লীগের শান্তি সমাবেশ, বিএনপির বিক্ষোভ

জাতিসংঘ সদর দপ্তরের সামনে আ.লীগের শান্তি সমাবেশ, বিএনপির বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ভাষণ দেওয়ার সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একই স্থানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ করেছেন শান্তি সমাবেশ। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার ১১টা থেকে যুক্তরাষ্ট্র বিএনপি ও সকল অঙ্গসংগঠন জাতিসংঘ সদর দপ্তরের সামনে শেখ হাসিনা ও বর্তমান সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেন।

একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশ প্রতিহতের ডাক দিয়ে একই মাঠের অপর প্রান্তে মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সফরসঙ্গী কয়েকজন মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা এ সময় সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ভেতর অবস্থান করছিলেন। জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মীর সমাগম ঘটে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে স্বৈরাচার, গণবিরোধী ও অবৈধ প্রধানমন্ত্রী বলে স্লোগান দিতে থাকেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana