বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
টেকনাফের সাবেক ওসি প্রদীপের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
টেকনাফ পৌর প্রতিনিধি :
সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত মেজর রাশেদ মোহাম্মদ সিনহা হত্যাকাণ্ডের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী সাবেক ওসি প্রদীপ কুমার দাসের দ্রুত ফাঁসি কার্যকর ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজারের টেকনাফের সাধারণ নাগরিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
আজ শনিবার বিকাল ৪টায় টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট শাপলাচত্বরে জমায়েত হয়ে মিছিল সহকারে টেকনাফ থানার সামনের প্রেসক্লাবে গিয়ে বক্তারা বক্তব্য দেন। এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাবেক ওসি প্রদীপ কুমার দাশের দ্রুত ফাঁসির রায় কার্যকর ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবি জানায়। মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোরশেদ আলম, রবিউল হাসান মামুন,সাইফুল ইকবাল ও জুবায়ের আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, খুনি হাসিনা সরকারের সহযোগিতায় মাদক প্রতিরোধের নামে টেকনাফের প্রায় ২০০ জনকে হত্যা করা হয়েছে। অথচ মাদকের পৃষ্ঠপোষকেরা এ থেকে রেহাই পেয়েছে। পিতাহারা ও স্বামী হারা লোকজনের আর্তনাদ টেকনাফের আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করছে সাধারণ মানুষ।
সিনহা মোহাম্মদ রাশেদ খান বা মেজর সিনহাকে খুন হল বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ড।
২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টায় কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে (চেকপোস্টে) পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এই হত্যাকাণ্ড বাংলাদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
Leave a Reply