মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
টেকনাফ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১
প্রেস বিজ্ঞপ্তি:
জেলা পুলিশ সুপার,সাইফউদ্দীন শাহীন এর নির্দেশে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে টেকনাফ থানার চৌকশ অফিসার এসআই (নিঃ) দুলাল বড়ুয়া, এএসআই (নিঃ) রিপন চৌধুরী, এএসআই (নিঃ) মোঃ মজিবুর রহমান এবং সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ১৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মজিবুর রহমান(৩৬), পিতা-মৃত ছৈয়দ করিম, মাতা-ছলেমা খাতুন, স্থায়ীঃ আলীর ডেইল, মজিবর রহমানের বাড়ী, ২নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমানঃ সাং-নতুন পল্লান পাড়া, ০৪ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়।
অদ্য ০৭/০৪/২০২৫খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৫.১০ এর সময় গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউপিস্থ নতুন পল্লান পাড়া সাকিনের ধৃত আসামী মজিবুর রহমান(৩৬) এর বসত ঘরের ভিতরে এসআই (নিঃ) দুলাল বড়ুয়া, এএসআই (নিঃ) রিপন চৌধুরী, এএসআই (নিঃ) মোঃ মজিবুর রহমান এবং সঙ্গীয় অফিসার-ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া মজিবুর রহমান(৩৬), পিতা-মৃত ছৈয়দ করিম, মাতা-ছলেমা খাতুন, স্থায়ীঃ আলীর ডেইল, মজিবর রহমানের বাড়ী, ২নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমানঃ সাং-নতুন পল্লান পাড়া, ০৪ নং ওয়ার্ড, টেকনাফ সদর ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে হাতে নাতে আটক করা হয় এবং আসামী মোহাম্মদ ইসমাইল(২৭), পিতা-মৃত বাহার উদ্দিন, মাতা-মরিয়ম, সাং-সাবরাং বাজারের পূর্ব পার্শ্বে, ০১নং ওয়ার্ড, সাবরাং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার সহ কৌশলে পালিয়ে যায়। আটককৃত আসামী মজিবুর রহমান (৩৬) এর দেহ তল্লাশী করিয়া তাহার পাঞ্জাবী ও গেঞ্জির নিচে পেটের উপর সুকৌশলে লুকানো অবস্থা হইতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ১। ০১টি সাদা প্লাস্টিকের ভিতর যাহার মধ্যে ০৭টি বায়ুরোধক নীল রংয়ের জিপারযুক্ত পলিপ্যাক, যাহা ০৬টি পলিপ্যাক এর মধ্যে ২০০(দুইশত) পিস করিয়া ২০০×৬=১,২০০(একহাজার দুইশত পিস) এবং অপর ০১টি পলিপ্যাক এর মধ্যে ১৮০ পিস, সর্বমোট ১২০০+১৮০=১৩৮০(এক হাজার তিনশত আশি) পিস মাদক জাতীয় কথিত ইয়াবা ট্যাবলেট, যাহার আনুমানিক মূল্য (১৩৮০×৩০০)= ৪,১৪,০০০/-(চার লক্ষ চৌদ্দ হাজার টাকা) পাইয়া উদ্ধার পূর্বক জব্দ তালিকা জব্দ করেন| উক্ত বিষয়ে টেকনাফ মডেল থানার মামলা নং-২১, জিআর-২৩২, তাং-০৭/০৪/২০২৫ইং, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply