বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
টেকনাফ উপজেলা ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন অন্তর্গত কানজরপাড়া ইমামনগরস্থ তা’মীরুল উম্মাহ বালিকা দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের “বিদায় সংবর্ধনা ও দু’আ অনুষ্ঠান” আজ শনিবার (১৫/৩/২০২৫ইং) স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা শায়খ জাফর সাদেক সাহেব, শিক্ষা পরিচালক, ইমাম বুখারী মাদরাসা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল আমিন সাহেব, প্রভাষক, হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদরাসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা শামসুল আলম সাহেব, পরিচালক, মাদরাসা দারুল ইরফান মুহিউস সুন্নাহ উনচিপ্রাং, মাওলানা জায়নুল আবেদীন, আরবী প্রভাষক, মৌলভীবাজার জমিরিয়া দারুল কোরআন আলিম মাদ্রাসা, জনাব এম. সাবুল কাদের, সদস্য ইমাম বুখারী মাদরাসা পরিচালনা কমিটি, মাওলানা হাফেজ রশীদ আহমদ, সিনিয়র শিক্ষক, ইমাম বুখারী মাদরাসা, জনাব সোনা আলী সাহেব, স্থানীয় জনপ্রতিনিধি ও মাদরাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
অতিথিবৃন্দ ব্যতিক্রম ধর্মী নারী বান্ধব এই প্রতিষ্ঠানের শিক্ষা, সংস্কৃতি ও সার্বিক কার্যক্রমের ভুয়ষী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সুনাম-খ্যাতি বিশ্বময় ছড়িয়ে পড়ার আশা ব্যক্ত করেন। বিশেষ করে পরীক্ষার্থীদেরকে যথাযথ সময়ের মূল্যায়ন করে আসন্ন দাখিল পরীক্ষা সম্পন্ন করে উচ্চ শিক্ষার প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন মাওলানা সাজেদ হাবীব আল-মাদানী, প্রতিষ্ঠাতা পরিচালক, তা’মীরুল উম্মাহ বালিকা মাদরাসা।
সঞ্চালনে হাফেজ মাওলানা জিয়াউর রহমান, শিক্ষক, ইমাম বুখারী মাদরাসা, আরো উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল আমিন, জনাব আলী আকবর, জনাব মোহাম্মদ আলম, দাতা সদস্য, তা’মীরুল উম্মাহ বালিকা দাখিল মাদরাসা প্রমুখ।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী ও ইসলামী বই বিতরণ করা হয়।
Leave a Reply