শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
একই নদীর মধ্যে একদিকে খোলা,আরেকদিকে বন্ধ!
নাফনদীর হ্নীলা হোয়াইক্যং অংশে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবীতে ইসলামী আন্দোলনের মানববন্ধন
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের
নাফনদী নির্ভর জেলেদের মাছ শিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবীতে মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ জনতা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উত্তর শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধনে উদ্বোধনী বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ইসলামী আন্দোলনের উত্তর শাখার সেক্রেটারি মাওলানা দিলদার আহমদ। মাওলানা আব্দুল খালেক নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, টেকনাফ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম,নাফনদী
জেলে সমিতি টেকনাফ উপজেলার সভাপতি মাষ্টার আমানুল্লাহ,বিএনপি নেতা আলী আহমদ মেম্বার,ইসলামী আন্দোলন নেতা মাওলানা আবু বকর, মাওলানা মোঃ ইসমাইল,
যুবদল নেতা মোঃ হারুনুররশিদ সহ দুই ইউনিয়নের জেলে সম্প্রদায় সহ ইসলামি আন্দোলনের নেতা কর্মীরা এতে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন,দীর্ঘ আট বছর পর উপজেলার দুই ইউনিয়ন হ্নীলা-হোয়াইক্যংকে বাদ দিয়ে নাফনদীতে শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা প্রত্যাহার একটি চরম বৈষম্য।
আগামী৭২ ঘন্টার মধ্যে হ্নীলা হোয়াইক্যং এর জেলেদের মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে সড়ক অবরোধ সহ কঠোর কর্মসুচির ঘোষণা দেন বক্তারা।
উল্লেখ্য, কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয় থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো এক স্মারকপত্রের আলোকে নাফ নদীতে শাহপরীর দ্বীপ হতে টেকনাফ জেটিঘাট পর্যন্ত মাছ ধরার অনুমতি দেয়। এই আদেশে টেকনাফ উপজেলার দুই ইউনিয়ন হ্নীলা হোয়াইক্যং এর জেলেদের মাছ ধরার নিষেধাজ্ঞা বলবৎ রাখায় তা নিয়ে জেলেদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একই নদীর মধ্যে একদিকে খোলা,আরেকদিকে বন্ধ প্রশাসনিক এ সিদ্ধান্ত জেলে সম্প্রদায় সহ সর্বসাধারণের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে।#
Leave a Reply