শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
পিবিআই পুলিশের পদোন্নতি পাওয়া ৬ কর্মকর্তা স্ত্রীদের সঙ্গে নিয়ে ব্যাজ পরলেন

পিবিআই পুলিশের পদোন্নতি পাওয়া ৬ কর্মকর্তা স্ত্রীদের সঙ্গে নিয়ে ব্যাজ পরলেন

ডেস্ক রিপোর্ট:

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ৬ কর্মকর্তা তাদের স্ত্রীদের সঙ্গে নিয়ে র্যাংক ব্যাজ পরলেন। পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুরে পিবিআই হেডকোয়ার্টার্সে অুনষ্ঠিত র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি। এ সময় পাশে ছিলেন পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিনীরা। এছাড়া এ সময় পিবিআই প্রাধানের সহধর্মিনী ডা. জয়া মল্লিক পাশে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরাতে সাহায্য করেন।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তা হলেন- মো. হুমায়ূন কবীর, মো. ইকবাল, মো. আতিকুর রহমান মিয়া,মো. মাহফুজুর রহমান। পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত দু’জন কর্মকর্তা হলেন- মীর মো. শাফিন মাহমুদব ও মহিউদ্দিন মাহমুদ সোহেল। অনুষ্ঠানে পিবিআই প্রধান বলেন, বাংলাদেশ পুলিশে এবারই প্রথম র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তাদের সহধর্মিনীরা উপস্থিত থাকার প্রথা চালু হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana