বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টায় ৮-ইস্ট ক্যাম্পের বি/২১ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা মোহাম্মদ রফিক ক্যাম্প-৮ই, ব্লক-বি/২১ এলাকার শামসু আলমের ছেলে।
এপিবিএন পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পে ৮ ডব্লিউ ও ক্যাম্প ৮ ইস্টের সশস্ত্র রোহিঙ্গা দুই সংগঠনের নেতাদের মধ্যে গোলাগুলিতে মোহাম্মদ রফিক নামের একজন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফ হোসেইন জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে।
Leave a Reply