বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
পীর সাহেব চরমোনাইর আগমন উপলক্ষে চাঙা ইসলামি আন্দোলন ও অংগ সংগঠনের নেতারা
১৬ই সেপ্টেম্বর পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন এর সমাবেশ সফল করুন।
অদ্য ১৪-০৯-২০২৩ ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা কার্যালয়ে ‘আগামী ১৬ই সেপ্টেম্বর ২০২৩ইং পাবলিক হল ময়দানে বিশাল সমাবেশকে সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা এর সর্বশেষ “প্রস্তুতি বৈঠক” অনুষ্ঠিত হয়। উল্লেখ্য বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে
ইসলামী আন্দোলন বাংলাদেশ- কক্সবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্টিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। উক্ত সমাবেশে জাতীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
জয়েন্ট সেক্রেটারী প্রভাষক রাশেদ আনোয়ার এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী। উক্ত বৈঠকে নেতৃবৃন্দ বলেন- আমীরে ইসলামী আন্দোলন এর আগমন উপলক্ষে ইতিমধ্যে জেলার সর্বত্র ইসলামী আন্দোলনের প্রচার-প্রচারণা (মাইকিং, লিফলেট বিতরণ) অব্যাহত রয়েছে। উপজেলা পর্যায়ে যৌথ বৈঠক শেষ হয়ে এখন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে। সমাবেশ কে সর্বাত্মকভাবে সফল করার জন্য নেতাকর্মীরা রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। মূলত সামনে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে আমীরে আন্দোলন এর কক্সবাজারে আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে সতেজতা ও উচ্ছ্বসিত অবস্থা বিরাজ করছে।
উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ শোয়াইব, সেক্রেটারি মাওলানা ফরিদুল আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারী মোহাম্মদ লাভলু, সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ, অর্থ সম্পাদক মাওলানা জাহেদুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সহ-সভাপতি এমরানুল হক, সাংগঠনিক সম্পাদক সাইমুন সোহেল শাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply