বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
উনছিপ্রাং এ ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ও বাদে মাগরিব ফিলিস্তিনের মুসলমানদের উপর গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বার্তা পরিবেশক:
বাংলাদেশ ইসলামী আন্দোলন হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ড উনছিপ্রাং এ ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন ক্বারী মোহাম্মদ।এতে সংগীত পরিবেশন করেন তরুণ শিল্পী মোহাম্মদ ঈসা।
উনছিপ্রাং ষ্টেশনের মৌলভী ইলিয়াস মার্কেট চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা নুরুল বশর আজিজী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা উত্তর শাখার সহ সভাপতি আব্দুল খালেক নিজামী, সহ সভাপতি হাফেজ মওলানা আব্দুল্লাহ, সেক্রেটারি মওলানা দিলদার আহমদ, টেকনাফ দক্ষিণ এর সহ সভাপতি হাফেজ মওলানা আনোয়ার হোসাইন, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর সভাপতি হাফেজ মওলানা মুহাম্মদ নুর দক্ষিণ সভাপতি হাং মওলানা মসউদুল হক, ছাত্র নেতা আবু বকর ছিদ্দিক জকি সহ অন্যন্য নেতৃবৃন্দ। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাষ্টার হাফেজ আহমদ।
প্রধান অতিথির বক্তব্য ছাত্র নেতা নুরুল বশর আজিজী বলেন,
এই সমাজকে পরিশুদ্ধি করা রাষ্ট্রীয় পর্যায়ে পরিপূর্ণ ইসলাম বাস্তবায়ন করার মূল লক্ষ পূরণে আমাদের এগিয়ে যেতে হবে।
ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দাওয়াতের কাজ আরো গতিশীল করতে হবে। সমাজের প্রতিটি স্তরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে।
ইফতার মাহফিল শেষে বাদে মাগরিব ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলি গনহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
Leave a Reply