বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
দুবাইয়ে সংবর্ধিত হলেন খেলাফত মজলিশ নেতা মাওলানা আবছার উদ্দিন চৌধুরী
আমিরাত প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিশ কক্সবাজার জেলা আমীর,হ্নীলা জামিয়া দারুসসুন্নাহর সাবেক মুহতামিম সাবেক এমপি মরহুম আব্দুল গফুর চৌধুরীর সুযোগ্য সন্তান আলহাজ্ব মাওলানা আফসার উদ্দিন চৌধুরী কে, সংযুক্ত আরব আমিরাতের শারজা আন্তর্জাতিক বিমানবন্দরে, হ্নীলা সমিতি (ইউ,এ,ইর) সভাপতি ও সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।
এ সময় আরব আমিরাতের ব্যবসায়ী ব্যক্তিত্ব,শিল্প উদ্দোক্তা, বহু মাদরাসা মসজিদের প্রতিষ্ঠাতা ও দাতা জনাব শেখ মুহাম্মদ হামেদ, সমিতি’র সফল সভাপতি মোহাম্মদ সোয়াইব বিন আব্দুল গফুর, সহ-সভাপতি সাইমুল হুদা,উপদেষ্টা মণ্ডলীর দুই সদস্য,যথাক্রমে মোহাম্মদ উমর ফারুক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুবায়ের,সমিতির সাংস্কৃতিক সম্পাদক জুবায়ের বিন আব্দুল গফুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কায়সার উদ্দিন আল মামুন,সহ প্রচার সম্পাদক আবছার কামাল,সদস্য মোহাম্মদ ইব্রাহিম,সদস্য ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান প্রমুখ। তারা মাওলানা আবছার উদ্দিন চৌধুরী কে মোটর শোভাযাত্রার মাধ্যমে রিসিভ করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সেক্রেটারি নবী হোসাইন নাঈম।
সংবর্ধনার জবাবে মাওলানা আবছার উদ্দিন চৌধুরী বলেন, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা জানেন আমাদের প্রিয় জন্মস্থান হ্নীলায় আমি দীর্ঘদিন যাবত দারুসসুন্নাহর সেবা,লেখাপড়ার মান উন্নয়ন,অবকাঠামো সংস্কার সহ নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও আমি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো, আপনারা আমার সাথে থেকে সহযোগিতা করবেন, আমি যেন আমৃত্যু মাদরাসা মসজিদ সহ মানুষের জন্য কাজ করে যেতে পারি। ক্ষনস্থায়ী দুনিয়ায় আমার কোন চাওয়া পাওয়া নেই। আমি দুবাই সমিতির সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যদের ধন্যবাদ জানাই।
Leave a Reply