বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
পালংখালীতে আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
হারুন অর রশিদ::
কক্সবাজার জেলার অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর উদ্যোগে আয়োজিত সংগঠনের এক্টিভ সদস্যদের সার্টিফিকেট প্রদান, বিভিন্ন মানবিক ও সমাজ সেবা সংগঠন কে সম্মাননা প্রদান এবং দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
অদ্য ৮ই (মার্চ) ২০২৫ শনিবার বিকাল ৪ ঘঠিকার সময় পালংখালী খাদিজাতুল কুবরা (রা) বালিকা মাদ্রাসায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠিত ইফতার মাহফিলের শুরুতেই সংগঠন এর অর্থ সম্পাদক হাফেজ এনামুল হক কুরআন তেলাওয়াত করেন, এবং সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার খাইরুল আমিন (শামীম) ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপ-প্রদান উপদেষ্টা আবুল আলা রোমান, উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোক্তার আহমদ, জাহাঙ্গীর আলম, আহমদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক এমএ আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আরফাত খান, ফারিরবিল আলিম মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মাওলানা হোসাইন মোহাম্মদ (জুলু),এসএমজি মুফিজ আলম, বাজার কমিটির অর্থ সম্পাদক (ভারপ্রাপ্ত) লুৎফর বাবু, পল্লী চিকিৎসক আবুল ফয়সাল ফারিম,রাশেদুল আমিন মার্কেট এর জমিদার খাইরুল আমিন,ওয়েদার এন্ড ক্লাইমেট চেঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ এর চেয়ারম্যান নুর কামাল,SOS এর পরিচালক কামরুল ইসলাম চৌধুরী সোহান, কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির মডারেটর মোঃ ইসহাক, Youth organization for social development এর সভাপতি কফিল উদ্দিন, আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব এর সিঃসহ-সভাপতি ছৈয়দুল বশর,সহ সংগঠন এর সকল সদস্য বিন্দ।
এসময় প্রধান অতিথি আবুল আলা রোমান বলেন, আলোর ছোঁয়া ফ্রেন্ডশিপ ক্লাব ইতিমধ্যেই আমাদের সকল স্তরে শক্তি জাগাতে সক্ষম হয়েছে,আমরা চাই এই ধরনের সংগঠন প্রতিটি জায়গায় গড়ে উঠুক, সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানাই,পরে পরিবেশ বাদী সংগঠন ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিঃ, Shadow of Change,ও এক্টিভ সদস্যদের সার্টিফিকেট প্রদান করা হয়। পরে বিভিন্ন অতিথি বৃন্দ সংগঠনের এক্টিভিস্ট তুলে ধরেন এবং সভাপতির বক্তব্যে সমাপ্ত করা হয়।
Leave a Reply