শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম :
বিনা খরচে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের পড়ার সুবর্ণ সুযোগ টেকনাফের খারাংখালীতে ভাসুরের হাতে গৃহবধূ খুন উনছিপ্রাং বড় মাদরাসায় স্থানীয় সাংবাদিক ও গুনীজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন উনছিপ্রাং এ ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল সম্পন্ন তা’মীরুল উম্মাহ বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হোয়াইক্যং কওমী মাদরাসা পরিচালক পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  দুবাইয়ে সংবর্ধিত হলেন খেলাফত মজলিশ নেতা মাওলানা আবছার উদ্দিন চৌধুরী নয়াবাজারে হাজী আসমত আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল সমপন্ন রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের গোলাগুলি, নিহত ১
বিনা খরচে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের পড়ার সুবর্ণ সুযোগ

বিনা খরচে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের পড়ার সুবর্ণ সুযোগ

জামিয়াতুল ইমাম মুসলিম (রহ:) ভর্তি হলে মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে বাংলাদেশিদের পড়ার সুবর্ণ সুযোগ :

গোলাম আজম খান :
শিক্ষায় পিছিয়েপড়া পর্যটন নগরীর কক্সবাজারের প্রায় ২৫ লাখ জনগোষ্ঠীর দাবি ছিল দীর্ঘ দিনের আন্তর্জাতিক মানের ইসলামী দ্বীনি প্রতিষ্ঠান স্থাপনের। তারই প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.) ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও প্রযুক্তি শিক্ষার অপূর্ব সমন্বয় সাধনের মাধ্যমে এগিয়ে চলছে। সাগর সৈকতের সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজের পেছনে সুউচ্চ ইসলামি ঐতিহ্যেও মিনারটি জানান দিচ্ছে দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের খ্যাতি সম্পন্ন জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) কক্সবাজার। ২০০০ সালে প্রতিষ্ঠিত এই অনন্য শিক্ষা প্রতিষ্ঠানটি পর্যটন জেলা কক্সবাজারের ইসলামি ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয় সাধন করে কাটিয়ে দিয়েছে দুই যুগ।

শিক্ষাসেবায় কক্সবাজারে প্রায় ২৫ লাখ জনগোষ্ঠীর মাঝে আশার সঞ্চার হয়েছে প্রতিষ্ঠানটি। জানা যায়, তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষা সম্প্রাসরণ, মান উন্নয়ন এবং যোগ্যসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে সেন্টার কর্তৃপক্ষ। ইসলামি আধুনিক শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষা প্রদানের লক্ষ্যে চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে এই সেন্টারে নূরানী অ্যাকাডেমি, হেফজ বিভাগ, ইবতেদায়ী শাখা, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও আলিম কওমি মাদরাসার জালালাইন ও মেশকাত শরীফ সমমান ও বালক বালিকা ওমাইর এতিমখানায় দুই হাজার পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অধ্যয়নরত আছে। সব স্তরে দেড় শতাধিক শিক্ষক-শিক্ষিকা এবং ৫০ অধিক নিবেদিত প্রাণ কর্মকর্তা-কর্মচারী নিয়ে পরিচালিত হচ্ছে জামিয়াটি। পাঁচ একর আয়তনে ইমাম মুসলিম (রহ.) ইসলামিক সেন্টারে দৃষ্টিনান্দনিক ইমাম বোখারি (রহ.) জামে মসজিদ, ওমাইর এতিমখানা ও তাহফিজুল কুরআন ইনস্টিটিউট ভবন, ফাতেমাতুয যাহরা বালিকা মাদরাসা, ইউনুছিয়া নূরানী অ্যাকাডেমি বিভাগ, আবু হুরায়রা রা: ইবতেদায়ী মাদরাসা, আল্লামা আবুল হাসান আলী নদভী রহ. নিম্নমাধ্যমিক মাদরাসা, শাহ ওলিউল্লাহ রহ. উচ্চমাধ্যমিক মাদরাসা, হিফজ বিভাগ, তাহিলী (হাফিযুল কুরআনদের জন্য বিশেষ বিভাগ) ওমাইর এতিম খানা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য গঠিত ‘আন-নাদী আস-সাক্বাফী’ নামক সংঘ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ আবাসিক হল রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা হাফেজ ছালাহুল ইসলাম।
স্বাধীনতার ৩০ বছর পর দেশী-বিদেশী সাহায্য সহযোগিতায় হাফেজ ছালাহুল ইসলাম জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.) কক্সবাজার প্রতিষ্ঠাতা করেন। প্রতিষ্ঠানটি গত বছর ২০২৪ ইংরেজি ২৪ জুলাই বিশ্বের অন্যতম ইসলামি শিক্ষাকেন্দ্র মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক সনদের সমতা চুক্তি ( মুয়াদালা) সম্পন্ন করে। যা জামিয়ার ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্য। এতে
জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.) পড়ুয়া শত শত দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীরা সম্পুর্ণ বিনা খরচে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। মেধাবীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। এগুলোর আওতায় টিউশন ফি মওকুফসহ আবাসন, চিকিৎসা সুবিধা এবং মাসিক ভাতারও সুবিধা রয়েছে। জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) অধ্যয়নের এমন সুবর্ণ সুযোগ মেধাবীদের জন্যও অফুরন্ত সম্ভাবনা। সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সিদ্ধান্তের ফলে জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.) পড়ুয়া ছাত্ররা বিশুদ্ধ কুরআন-সুন্নাহর জ্ঞান, আরবি ভাষা ও সাহিত্য, সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি যুগচাহিদার প্রেক্ষিতে জাগতিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে প্রাচীন আধুনিক জ্ঞান-বিজ্ঞানের মিশ্রনে প্রণীত স্বতন্ত্র কারিকুলামের পরিচালিত ক্বওমি শিক্ষাবোর্ড ‘‘ইত্তেহাদুল মাদারিসিল আহলিয়া বাংলাদেশ’’ এবং সর্বোচ্চ ক্বওমি শিক্ষাবোর্ড ‘‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’’ নিয়মানুসারে ইবতিদাইয়্যা (প্রাথমিক), মুতাওয়াসসিতা (মাধ্যমিক), সানুভিয়া (উচ্চ মাধ্যমিক) এবং জামিয়া (স্নাতক) স্তর পর্যন্ত একাডেমিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে অত্যন্ত সুশৃঙ্খল ও সুনিপুণভাবে। এই প্রতিষ্ঠানের ছাত্ররা ‘ইত্তেহাদ’ও ‘আলহাইআহ’ উভয় শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি সৌদিআরব ও আরববিশ্বের বহু নামি-দামি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়। এতে উচ্চতর আরবি ও ইংলিশ নিয়ে স্কলারশিপসহ উচ্চতর ডিগ্রি সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলাম জানিয়েছেন, জামিয়াতুল ইমাম মুসলিম (রহ.) পড়ুয়া শত শত দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীরা সম্পুর্ণ বিনা খরচে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া ছাত্ররা যাতে বহির্বিশ্বে ও বিভিন্ন নামি-দামি ইসলামি শিক্ষার সুতিকাগার সমূহে ভর্তির সুযোগ লাভ করতে পারে এ লক্ষ্যে নানা উদ্যোগ নেয়া হয়েছে।
মাদ্রাসার কতৃপক্ষ জানান, সহজশর্তে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য মদীনা বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপ নিয়ে ভর্তি ইচ্ছুকদের জন্য চলিত বছরে জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) কক্সবাজার ” ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরী থেকে ২০ই শাওয়াল ১৪৪৬ হিজরী পর্যন্ত “ইফতা ও উলুমুল হাদিস” অনুষদে দাওরা হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীদের ভর্তির উদ্যোগ গ্রহণ করেছে। ছানুভিয়্যাহ, সিয়ুম, আলিম সম্পন্নকারী এবং হাইয়াতুল উলিয়ার অধীনে দাওরা হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীরা জামিয়াতুল ইমাম মুসলিম (রহঃ) ভর্তি হলে নিম্মোক্ত সুযোগ-সুবিধা সমূহ মধ্যে রয়েছে (১) মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসরসহ একঝাঁক উচ্চতর ডক্টরেট ডিগ্রিধারী সম্পন্ন ওস্তাদ দ্বারা পাঠদানের ব্যবস্থা।
(২)ফ্রি আবাসিক সুন্দর, স্বাস্থ্যকর, নিরিবিলি পরিবেশে থাকা ও পুষ্টিকর, সুষম খাবারের সুব্যবস্থা।
(৩)উলা, দাওরা শিক্ষার্থীদের জন্য প্রতি মাসে ৩০০০ টাকা, আর ইফতা ও উলুমুল হাদিস বিভাগের ছাত্রদের জন্য ৫০০০ টাকা করে স্কলারশিপ প্রদান।
(8) শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সাপ্তাহিক সেমিনারের ব্যবস্থা।
(৫) যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য প্রযুক্তি নির্ভর আলেম তৈরীর জন্য আইসিটি ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা।
ভর্তির শর্তাবলী মধ্যে রয়েছেঃ
(১)প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীকে জামিয়া কর্তৃক নির্ধারিত ভর্তি ফরমে আবেদন করতে হবে।
(২)শিক্ষার্থীকে হায়াতুল উলিয়ার অধীনে দাওরা হাদিস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
(৩)সকল প্রকারের মূল সনদ ও মূল মার্কশিটসহ একসেট ফটোকপি সঙ্গে আনতে হবে
(8)আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ ও সদ্য তোলা পি পি সাইজ দুই কপি রঙিন ছবি আবেদনের সাথে জমা দিতে হবে।
“জামিয়াতুল ইমাম মুসলিম (রহ) কক্সবাজার” সৌদি আরবের শ্রেষ্ঠ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ আরো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সাম্প্রতিক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (মুয়াদালা) চুক্তিমতে জামিয়ায় সিরুম/আলিম সম্পন্ন কারী শিক্ষার্থীরা অনার্স কোর্সে আর ‘ইফতা ও উলুমুল হাদিস সম্পন্নকারী শিক্ষার্থীরা মদিনা বিশ্ববিদ্যালয় মাস্টার্স কোর্সেসরাসরি ভর্তি হওয়ার সুযোগ পাবে।
সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠাতা পরিচালক
সালাহুল ইসলাম মোবাইল: ০১৩০৫৯৯২০৫৬, ০১৭১৫০৭৬৯০৫ (হোয়াটসঅ্যাপ) ই-মেইল: jimcbdofficial@gmail.com

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Bangla Webs