সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে “উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের” শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ::
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ষ্টেশনে”উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টার” এর শুভ উদ্বোধন
সম্পন্ন হয়েছে।
মানসম্মত স্বাস্থ্যসেবা ও টাকা নয় সেবার অঙ্গীকার নিয়ে উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট ২০২৫) সকাল ১১ টায় এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ আবু আল সাঈদ হ্নীলা। সভাপতিত্ব করেন তরুণ উদ্যোক্তা ও রাজনীতিবীদ,মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মোঃ জুবাইর ওসমান।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নুরুল আবছার,হ্নীলা শাহ মজিদিয়ার সাবেক আরবী প্রভাষক মাওলানা নুরুল বশর,অধ্যাপক নুরুল আমিন, প্রবীণ সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ তাহের নঈম, ইউনিয়ন বিএনপি নেতা হেলাল উদ্দিন নুরী, ব্যবসায়ী আব্বাস উদ্দিন, মেডিকেল সেন্টারের এমডি রিয়াজ উদ্দিন, ছাত্র নেতা মোস্তফা জামাল মানিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অত্র এলাকায় মেডিকেল সেন্টারে অগ্রযাত্রা নিশ্চয়ই প্রশংসার দাবীদার। তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের চিকিৎসা সেবার জন্য আর কোথাও দুরে যেতে হবেনা। হাতের নাগালেই চিকিৎসা সেবা পাবে অত্র এলাকার মানুষ।
মেডিকেল সেন্টারের চেয়ারম্যান মোঃ জুবাইর ওসমান বলেন,
হোয়াইক্যং ইউনিয়নে মানসম্মত কোনো প্রাইভেট ক্লিনিক বা মেডিকেল সেন্টার না থাকায় এলাকার জনগণ খুব অসুবিধায় ছিলেন। সামান্য চিকিৎসার জন্য কক্সবাজার যেতে হতো। সেই কথা বিবেচনা করে আমরা উনছিপ্রাং এলাকায় স্বল্প খরচে মানসম্মত চিকিৎসার জন্য’উনছিপ্রাং ডিজিটাল মেডিকেল সেন্টারের যাত্রা শুরু করেছি। এখানে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে রোগীর সেবা দেওয়া হবে। রোগ নির্ণয়ের জন্য আধুনিক যন্ত্রপাতিসহ ল্যাব রয়েছে। সামনে আরো নতুন যন্ত্রপাতি স্থাপন করা হবে।
মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, টাকা নয়,সেবাই আমাদের মূল উদ্দেশ্য। তিনি বলেন, রাতদিন ২৪ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসক
আপনাদের সেবায় নিয়োজিত থাকবে। গরীব রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে বলেও জানান।
অনুষ্ঠান শেষে মুনাজাত পেশ করেন উনছিপ্রাং দারুল ইরফান মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মঈনুল হক।
Leave a Reply