শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন
শনিবার পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলনের সমাবেশ::জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন পীর সাহেব চরমোনাই
বার্তা পরিবেশক:
আজ শনিবার পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশের অনুমতি ও সার্বিক প্রস্তুতিসহ সকল কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল। সংখ্যানুপাতিক (PR) নির্বাচন পদ্ধতির প্রবর্তন। বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবী ও দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাগবের দাবীতে-অনুষ্টিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক। সমাবেশে জাতীয় ও জেলা নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
সমাবেশের ব্যাপারে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলী বলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্র ঘোষিত জেলায় জেলায় সমাবেশের অংশ হিসেবে কক্সবাজারে ও সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, আজকের সমাবেশ কক্সবাজারের ইতিহাসে একটি নতুন ধারার সূচনা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। অতএব মানুষের সার্বিক কল্যাণে সমাবেশে সকলকে অংশগ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। সমাবেশের সার্বিক বিষয় নিয়ে জেলা জয়েন্ট সেক্রেটারী ও আন্দোলনের জেলা মিডিয়া ও প্রচার সেলের প্রধান সমন্বয়ক প্রভাষক রাশেদ আনোয়ার বলেন, বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থায় এই সমাবেশ কক্সবাজারবাসীকে একটি নতুন পথ নির্দেশ করবে। সমাবেশকে সফল করার জন্য জেলার সকল দায়িত্বশীল ও নেতাকর্মীরা সর্বোচ্চ প্রচেষ্টাও প্রচার-প্রচারণা চালিয়েছেন। তাই আশা করছি আগামী কাল কক্সবাজারে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন চাই জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জাতিকে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দিতে। তাই আমরা জেলার সকল ধর্ম -বর্ণের মানুষকে সমাবেশে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, জোহরের নামাজের পরপরই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।#
Leave a Reply