রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
হ্নীলা আল্লামা শাহ ইসহাক(রহঃ) ফাউন্ডেশনের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত
দক্ষিণ চট্টলার আধ্যাত্বিক রাহবার,শায়খুল হাদীস ও পীরে কামেল, মরহুম আল্লামা শাহ মোহাম্মদ ইসহাক ছদর সাহেব (রহঃ) এর নামে ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন” আল্লামা শাহ ইসহাক ফাউন্ডেশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক মরহুমের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান জামিয়া দারুসসুন্নাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাওলানা ক্বারী শাকের আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু হয়। জামিয়ার ছদরে মুহতামিম আল্লামা ক্বারী মোখতার আহমদ হাফি. এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, হযরতের মুহিব্বীন,বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষক, স্থানীয় আলেম ওলামারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৫ সালের ইসলামী সম্মেলন, ক্বেরাত প্রতিযোগিতা, বৃত্তি পরীক্ষা সহ ফাউন্ডেশনের বহুমুখী কার্যক্রমের উপর বিশদ আলোচনা করা হয়। বৈঠক শেষে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়। আহবায়ক কমিটি নিম্নরূপ :: আহবায়ক: মাওলানা তৈয়ব আরমান,যুগ্ম আহবায়ক- মাওলানা আজিজুল হক,
সদস্য সচিব:মাওলানা শমসুল হক নাসিম,
অর্থ সম্পাদকঃ আল মাসুদ,প্রচার বিষয়ক সম্পাদক: মুহাম্মদ তাহের নঈম / মাষ্টার রফিকুল ইসলাম
নির্বাহী সদস্য: যথাক্রমে,
মাহবুবুরহমান (ছাহেব জাদা)অধ্যাপক জহির আহমদ,মাওলানা ক্বারী শাকের আহমদ,মাওলানা আব্দুল খালেক নেজামী,
মাওলানা ফেরদাউস আহমদ,মাওলানা এনামুল হক মন্জুর,মাওলানা আবু বকর ছিদ্দিক,মাওলানা নুর মোহাম্মদ নুরানী,মাওলানা জিয়াউররহমান।
Leave a Reply