সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

টেকনাফের ৫ ‘ইয়াবা কারবারির’ বিরুদ্ধে দুদকের মামলা

টেকনাফের ৫ ‘ইয়াবা কারবারির’ বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজারের টেকনাফে ৫ ‘ইয়াবা কারবারির’ বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে দুইজন পিতা-পুত্র ও আপন দুই ভাই রয়েছেন। তাদের বিরুদ্ধে ৪ কোটি ৫১ লাখ ৮ হাজার ৭৭৫ টাকা ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে রবিবার (৩ নভেম্বর) দুপুরে পৃথক ৪টি মামলা দায়ের করেন।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক সোবেল আহমদের দপ্তরে মামলাগুলো করা হয়।

আসামিরা হলেন- টেকনাফের নাজির পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে হাজী মোহাম্মদ ইসলাম ও তার ছেলে আবদুর রহমান, শীলবনিয়া পাড়ার সাইফুল ইসলাম এবং মৌলভী পাড়ার হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেন ও আবদুর রহমান।

দুর্নীতি দমন কমিশনের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোবেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana