রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মোস্তাফিজ ও বাবুল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মোস্তাফিজ ও বাবুল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মোস্তাফিজ ও বাবুল।
দৈনিক কক্সবাজার৭১ ও টেকনাফ নিউজ ২৪ ডটক সহ বিভিন্ন সংবাদপত্রে
“মিয়ানমারের গ্যংস্টারের বাংলাদেশি সহযোগি হোয়াইক্যং এর দালালরা অধরায়” শীর্ষক শিরুনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন লম্বাবিলের নাজির হোছনের পুত্র মোস্তাফিজ ও একই এলাকার নাগুমাঝির পুত্র বাবুল।
তারা সংবাদটি সত্য নয় মর্মে তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এ সংবাদে আমরা মর্মাহত ও উদ্বিগ্ন । সংবাদের একাংশে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের লম্বাবিল চিত্তবাবুর কাচারী,তেচ্ছিব্রীজ,গ্যাসপাম্প সংলগ্ন এলাকার বেশ কয়েকজনের সমন্বয়ে চোরাচালানীদের মজবুত নেটওয়ার্ক গড়ে তুলে। তারা মিয়ানমারের ডাবফাঁড়ি,কুমিরখালী,শিলখালী,ঢেঁকি বনিয়ার সীমান্ত এলাকাস্থ তাদের ঠিকানায় বাংলাদেশের নানান পন্য পৌঁছে দেয়। বিনিময়ে ইয়াবা ও আইস আনে। যা চিহ্নিত কারবারিদের কাছে কৌশলে বিক্রি করে বলে যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতার সাথে মিল নেই। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
এই সংবাদে সংশ্লিষ্ট প্রশাসন সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদকারী:
মোস্তাফিজ ও বাবুল।
লম্বাবিল, হোয়াইক্যং, টেকনাফ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana