সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
মিয়ানমারের রাখাইনে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল মংডুর মুসলিম নেতাদের সাথে বৈঠক করেছে জান্তা সরকার। বৈঠকে দেশটির সামরিক সরকারের সাথে কাজ করলে মুসলিমদের হাতে অস্ত্র তুলে দেয়ার প্রস্তাব দেয়া হয়। এর আগে সান প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করার অভিযোগে তিন ব্রিগেডিয়ার জেনারেলকে মৃত্যুদণ্ড দেয় মিয়ানমারের সামরিক আদালত। এসব বিষয় নিশ্চিত করেছেন মংডুতে থাকা রোহিঙ্গা কলিম উল্লাহ। এদিকে মংডু এলাকার আরো সাড়ে ৪ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় টেকনাফ সীমান্তের ওপারে ওৎ পেতে আছে বলে জানা গেছে।
মংডুর ঠিক উত্তরের দিকে মিয়ানমারে তুমুল যুদ্ধ চলছে। শাহপরীর দ্বীপ থেকে গোলাগুলির শব্দ শোনা না গেলেও টেকনাফে সোমবার রাতে এবং গতকাল মঙ্গলবার সকালেও গোলাগুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহর মাংতাউ সিটির উত্তরে এখন দুই পক্ষের যুদ্ধ চলছে বলে খবর পাওয়া গেছে। সিকাংগাই ক্যাম্প বিদ্রোহী আরাকান আর্মি দখলে নিয়েছে এবং সোমবার মিয়ানমারের বিভিন্ন জায়গায় তিনবার বিমান হামলা করা হয়েছে। পান্নাদ্বীপ এবং ইয়াংহায়ঢেং-এই দুটি জায়গায় গতকাল মঙ্গলবার সকাল থেকে যুদ্ধ চলছে বলে সূত্র জানিয়েছেন। সর্বশেষ নুর উল্লাহ ক্যাম্প ও পান্তাওগাই এলাকায় প্রচণ্ড গোলাগুলি হয় আরাকান আর্মির সাথে জান্তা বাহিনীর। মধ্যরাত থেকে গতকাল সকাল পর্যন্ত এই যুদ্ধের ব্যাপকতায় সীমান্তবাসী চরম আতঙ্কে রয়েছে।
Leave a Reply