বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
টেকনাফে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্র-জনতা পুলিশে ৩৬০০ কনস্টেবল নিয়োগ, আবেদন ফি ৪০ টাকা শিক্ষা কমিশনে নাস্তিকদের সরিয়ে ইসলামি শিক্ষাবিদ ও আলেমদেরকে দিতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৫৮১ জন শহীদ হয়েছে : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি মিয়ানমার থেকে দেশে ফিরছেন আরও ৮৫ বাংলাদেশি বিদ্রোহীদের দখলে মিয়ানমারের বড় এলাকা, ক্ষমতাচ্যুতের পথে জান্তা? টেকনাফ কে সন্ত্রাস মুক্ত শান্তির শহর বানাবো- শাহজাহান চৌধুরী কোস্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হোয়াইক্যং আলিয়া আছিয়া উচ্চ বিদ্যালয়ে নারী ফুটবল প্রীতি ম্যাচ সম্পন্ন সেনাবাহিনীর হাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব: ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা যা যা করতে পারবেন এখন স্বাধীন দেশে বসবাস করছি: আগে স্বাধীন ছিলাম না : পীর সাহেব চরমোনাই
হোয়াইক্যংয়ের নয়াপাড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও বর্বর নির্যাতনের অভিযোগ

হোয়াইক্যংয়ের নয়াপাড়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও বর্বর নির্যাতনের অভিযোগ

হোয়াইক্যংয়ের নয়াপাড়ায় গৃহবধূকে র্ধষেণর চেষ্টা ও র্ববর নির্যাতনের অভিযোগ
মাহফুজুর রহমান মাসুম টেকনাফ::
টেকনাফ উপেজলার হোয়াইক্যং ইউনিয়ের নয়াপাড়া গ্রামে এক গৃহবধুকে র্ধষনের চেষ্টা করে র্ব্যথ হয়ে
র্ববর নিযার্তনের অভিযোগ উঠেছে। এ ব্যাপাের টেকনাফ থানায় একটি এজহার দায়ের করা হেয়েছ । লিখিত এজহার ও স্থানীয় সূত্র জানাযায়, গত ২৩ ডিসম্বর বিকাল ১২ ঘটিকার সময় স্থানীয় দিন মজুর সব্বির
আহমেদর স্ত্রী সোনা বানু গউস জিরি ইমান হোছেনর ঘোনা নামক পাহাড়েপর্বতে লাকড়ী কুড়াতে গেলে একই এলাকার ফজল আহমেদর পুত্র সোনা মিয়া তাকে জোর পূর্বক র্ধষণের চেষ্টা করে। এ সময় সোনা বানু বাধা দিলে
অভিযোক্ত সোনা মিয়া তাকে শরীরের অর্স্পশকাতর স্থানে মারাত্বক ভাবে কামরে জখম করে। এমনিক দা – লাঠি দিয়ে ও হাতে ব্যাপক মারধর করায় তিনি মুর্মুষ হয়ে পড়ে। সোনা বানুর শিশুপুত্র মায়ের উপর এ র্নিমম
নির্যাতনের ঘটনা দেখতে পেয়ে কান্না করতে করতে এলাকায় এসে লোকজনেক খবর দেয়। খবর পেয়ে স্থানীয়
লোকজন পাহাড়ে গিয়ে জংগলে পড়ে থাকা মুর্মুষ সোনা বানুকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নিয়ে গেলে


কর্তব্যরত ডাক্তার তাকে ককসবাজার রেফার কেরন। র্বতমানে তিনি ককসবাজার সদর হাসপাতালে
চিকিৎ সাধীন রয়েছ।

এ ব্যাপাের অভিযুক্ত সোনা মিয়াকে আসামী করে টেকনাফ মডেল থানায় একটি এজহার
দায়ের করা হয়।পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
এদিকে উপেরাক্ত বিষেয় জানতে চাইলে অভিযোক্ত সোনা মিয়া জানান- র্ধষণের চেষ্টার অভিযোগ সর্ম্পুন মিথ্যা ।
তিনি জানান, সোনা বানু তার পিয়ালা বাগানে গাছ র্কতন করায় তাকে বাধা দিলে তার সাথে
হাতাহাতির ঘটনা ঘটেছে। উপেরাক্ত বিষেয় জানতে চাইলে হোয়াইক্যং ফাড়ীর পুলিশ জানান- এ ব্যাপাের তদন্ত
র্পুবক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana