শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
উনছিপ্রাং পশ্চিম পাড়ায় সন্ত্রাসী হামলায় এক হাফেজ কোরআন ও প্রবাসীর স্ত্রী সহ আহত-৪
হোয়াইক্যং প্রতিনিধি:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম উনছিপ্রাং শিয়াইল্যা পাড়া নামক গ্রামের মালয়েশিয়া প্রবাসীর এক হাফেজে কোরআন পুত্র সহ দু’জনকে কুপিয়ে মারাত্মক জখন করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ সন্ত্রাসী হামলায় আরো ২ মহিলা সহ মোট ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। চাষি জমিতে হাঁটার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে এলাকাবাসী জানান। গতকাল ১৬ আগস্ট সন্ধায় এ ঘটনা ঘটে।
জানা যায়,উনছিপ্রাং এর বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী ছৈয়দ আলমের পুত্র হাফেজ ওসমান গনী(১৮) মেহেদী হাসান (২০) বাড়ির পাশে চাষাবাদের জমি দিয়ে হাঁটার সময় বর্গাচাষী মোঃ হোছন প্রকাশ কালা মাছন এর পুত্র তাদের কে কোন কিছু বুজার আগেই মারধর শুরু করে। তা নিয়ে উভয়ের মধ্যে বাড়াবাড়ি হয়। ঘটনার পর রইক্ষ্যং এর মোঃ হোছন ও তার ছেলে কবির ও মুসা সহ অপর ৩ মহিলা ধারালো দা,কিরিচ নিয়ে সংঘবদ্ধ ভাবে মালয়েশিয় প্রবাসী ছৈয়দ আলমের বসত বাড়িতে প্রবেশ করে দা দিয়ে এলোপাতাড়ি আক্রমন করে। এতে হাফেজ ওসমান গনী, মেহেদী হাসান কে দা দিয়ে কুপায় এবং মা ফরিদা বেগম,খালা জয়তুন্নাহার কে লাঠিপেটা করে মাঠিতে ফেলে রাখে। স্থানিয় এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসী কবির,মুসা গং পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে টেকনাফ সাস্থ কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় প্রতিপক্ষের ও অজ্ঞাতনামা দুই জন আহত হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশের আইসি উপ-পরিদর্শক জায়েদ জানান,ঘটনার বিষয়ে আমাকে মুখিক ভাবে অহিত করা হয়েছে।
লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেবো।#
Leave a Reply