রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
২১ মে যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুসংবাদ দিলেন প্রতিমন্ত্রী: মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না বাজারে আসছে নতুন পানীয় প্যালেস্টাইন কোলা মালয়েশিয়ায় ৬টি পিস্তল সহ ইসরায়েলি নাগরিক আটক: দেশজুড়ে সতর্কতা জারি বাংলাদেশের জ্বালানি খাতে সৌদি আরবের ১৪০ কোটি ডলার বিনিয়োগ ভুটানের রাজাকে সঙ্গে নিয়ে কেক কাটলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিনতাইকালে ধরা পড়া দুই পুলিশ সদস্য রিমান্ডে! ২৮ মার্চ জেলা ইসলামী আন্দোলন ইফতার মাহফিল হোটেল অস্টারইকো তে। মিয়ানমারে সরকার গঠন করতে যাচ্ছে বিদ্রোহীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মোস্তাফিজ ও বাবুল
কান্জরপাড়ার জিয়াউররহমান বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কান্জরপাড়ার জিয়াউররহমান বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কান্জরপাড়ার জিয়াউররহমান বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক::
নিজেদের অপকর্ম আড়াল করতে মিথ্যা নাটক সাজিয়ে এলাকার নিরীহ মানুষকে হয়রানী করছে জিয়াউররহমান বাহিনী। তাদের কৃত অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার সাধারণ জনগন। তা নিয়ে গত ৫ এপ্রিল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির কান্জরপাড়া উত্তর মাথার হাবিরান,জিয়াবু,মিজানুররহমান প্রকাশ আকাশ,শাহাবুদ্দিন সহ জিয়াউররহমান বাহিনীর স্বশস্ত্র সন্ত্রাসের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে কান্জরপাড়ার স্থানিয় স্বচেতন নাগরিক সমাজ। কান্জরপাড়া রাইচমিল সংলগ্ন ষ্টেশনে আয়োজিত
সাংবাদিক সম্মেলনে এলাকার ভুক্তভোগি অনেক পরিবার তাদের আসল চেহারা ফাঁস করে দিয়েছে।

জানা যায়,এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে তাদের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন থেকে। এলাকার অনেক মান্যগন্য ব্যক্তিবর্গ বিরোধ নিস্পত্তি সমাধানের চেষ্টায় ব্যর্থ হয়। এর পর ঘটে একের পর এক অনাকাংখিত ঘটনা। তারই জের ধরে
গত ০২.০৪.২০২৩ সময় আনুমানিক ৮ ঘটিকায় (তারাবির
নামাজ চলাকালে)
পূর্ব শত্রুতার জের ধরে বিনা উস্কানিতে জিয়াউররহমান,শাহাবুদ্দিন গং হাকাবকা শুরু করে। এক পর্যায়ে এলাকাবাসী সংঘবদ্ধ ভাবে প্রায় অর্ধশতাধিক মানুষ ঘটনার প্রতিবাদ করতে যায় করাচিপাড়া যায়। তখন বিক্ষুব্ধ জনতার উপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আকাশ,হাবিরান জিয়াউররহমান গং। এক পর্যায়ে মিজানুররহমান আকাশের সেমি রাইফেল দিয়ে ফায়ার শুরু করলে রাসেল পিতা:জাফর আলী তার অস্ত্র ধরে ফেলে। তখন রাসেল কে উক্ত আকাশ গুলি করলে তখন রাসেল (২৮) গুলিবিদ্ধ হয় মাটি তে পড়ে যায়। তখন উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এ ঘটনা তারা ভিন্ন খাতে প্রবাহিত করে তাদের অপকর্ম পরের ঘাড়ে চাপানোর চেষ্টা করে ‘লাদেন বাহিনি, হামলা করেছে বলে অপপ্রচার চালায়।
স্থানীয় প্রতক্ষদর্শি বাদশাহ,বক্কর,জাফর আলম,ছৈয়দ,রশিদ মিয়া সাংবাদিকদের জানান,জিয়াউররহমান ও তার বাহিনী এলাকার নিরীহ মানুষ কে অকারণে অবৈধ অস্ত্রের ভয়ভীতি দেখায় প্রতিনিয়ত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া না হলে এলাকায় আরো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।
বর্তমানে উক্ত বাহিনী প্রকাশ্যে হাকাবকা করছে বলে তারা জানায়।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana