সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
বার্তা পরিবেশক:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে
গতকাল ২৩ জানুয়ারী’২৫ বৃহস্পতিবার বিকেলে ঐতিহ্যবাহী পাবলিক হল মিলানায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সম্মেলন সম্পন্ন হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মদ নেজাম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইমুন সাকিব এর সঞ্চালনায় অনুষ্টিত জেলা সম্মেলন’২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশএর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান।
এতে বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি,মাওলানা মোঃ আলী,জেলা সেক্রেটারি আর এম ফরিদুল আলম,
দ্বীনি সংগঠন কক্সবাজার জেলার ছদর আলহাজ্ব বদিউল আলম সওদাগর, জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোছাইন,সাবেক ছাত্রনেতা মাওলানা ইসমাইল জাফর,মাওলানা জুনাইদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয়। ক্ষমতার স্বপ্নে বিভূর একটি দল দেশের সর্বত্র চাঁদাবাজি,লুটপাট করছে।
সম্মেলন শেষে ২০২৫ সেশনের নবগঠিত কমিটি নিয়মতান্ত্রিক পদ্ধতি ইয়াছিন আরফাত সভাপতি
আব্দুর রহমান আরিফী সহ-সভাপতি,সাইমুন সাকিব
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
Leave a Reply