শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম চাকমারকুল রামু এর উদ্দোগে আগামী ১৬ নভেম্বর-২০, রোজ সোমবার এক অভিভাবক সম্মেলন ও ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আল্লামা আব্দুল হালিম বোখারী,আল্লামা জুনাইদ বাবুনগরী,আল্লামা জুনাইদ আল হাবিব সহ দেশ বরেন্য ওলামা মশায়েখ গণ তশরীফ আনবেন। উক্ত ইসলাহী মাহফিল ও অভিভাবক সম্মেলনে সকলের উপস্থিতি একান্ত কামনা করেছেন মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম সিকদার। তিনি উক্ত মাহফিলের কামিয়াবির জন্য সকলের দোয়া চেয়েছেন।#
Leave a Reply