শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
কান্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের
যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারী পালিত
নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ উপজেলা হোয়াইকং ইউনিয়নের ইউনিয়নে কান্জরপাড়া উচ্চ বিদ্যালয়ে মহান ২১ ফেব্রুয়ারী
যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারীর প্রভাত ফেরিতে বিদ্যালয়ের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এ উপলক্ষ্যে দিনব্যাপী রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বিতর্ক প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কান্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে, সহকারী শিক্ষক জিয়াউররহমান ও সোহরাব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিন(এভিপি,আল আরাফাহ ব্যাংক)।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ১ নং হোয়াইকং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাকিম উদ্দিন পাহাড়ী,অধ্যাপক নুরুল আমিন,হাজ্বী আব্দুররহমান,প্রবীণ সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ তাহের নঈম,যুবলীগ নেতা জামাল,জাফর আলম,হামিদ হোছন,আব্দুল জলিল,মাষ্টার মুহিউদ্দিন, মোঃ শফিকুল আলম,আরেফা মুন্নি, প্রমুখ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মোঃ শাবুল কাদের,বাবুল কান্তি দে ও শফিকুল আলম। প্রধান অতিথির বক্তব্যে
উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিন বলেন,
২১ ফেব্রুয়ারী অতি গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত। বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুভেজা অমর একুশে ফেব্রুয়ারী। ১৯৫২’র এই দিনেই মায়ের ভাষার মর্যাদা রক্ষায় জীবন দিয়েছিল কয়েকজন নির্ভীক তরুণ। যাদের আত্মত্যাগে বাংলা ভাষা বিশ্ব অঙ্গনে পেয়েছে গৌরবের আসন। আর এই ঘটনায় এমন একটি ইতিহাস রচিত হল যা যুগে যুগে প্রতিটি জনগোষ্ঠীকে তাদের মাতৃ ভাষার মর্যাদা রক্ষায়, তার সংরক্ষণে প্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অভিভাবক, ছাত্র ছাত্রীসহ এলাকার গন্যমান্যব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।#
Leave a Reply