বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
জিয়াউল হক,জিয়া,হোয়াইক্যং :::
কক্সবাজারের টেকনাফে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে ২বিজিবি। শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং এলাকার একটি ব্রীজের নিচে থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
২বিজিবি অধিনায়ক জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং এলাকার একটি ব্রিজের নিচে ইয়াবা লুকায়িত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির জওয়ানরা অভিযান চালায়। এসময় ব্রীজের নিচে পরিত্যাক্ত একটি বস্তা উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা ৩০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করে।
জব্দকৃত ইয়াবা গুলো পরবর্তিতে বিনষ্ট করণের জন্য ২বিজিবি ব্যাটালিয়নে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
Leave a Reply