শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
টেকনাফে পাহাড়ে মহিষ ছড়াতে গিয়ে লাশ হলেন আবছার নামক এক যুবক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে খারাংখালী এলাকার আবছার নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ ।
টেকনাফ মডেল থানার আওতাধীন বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল অদ্য ১৮ মার্চ সন্ধায় গহীন অরণ্য থেকে আবছারের লাশ উদ্ধার করে।
নিহত আবছার উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালী এলাকার বাসিন্দা আব্দুল গফুরের ছেলে।
শুক্রবার সকাল ১১টার দিকে পাহাড়ের পাদদেশে অবছারের গলাকাটা লাশ পাওয়া গেছে মর্মে নিশ্চিত করেছেন নিহত আবছারের ভাগিনা ইব্রাহিম । তিনি জানান ,গেল বৃহস্পতিবার তার মামা প্রতিদিনের ন্যায় পাহাড়ে মহিষ ছড়াতে যায়,সন্ধ্যার সময় ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজ করলে বাহারছড়া হলবইন্যা পাহাড়ের পাদদেশে আবছারের গলাকাটা লাশ পাওয়া যায় ।স্থানীয় এক প্রত্যক্ষদর্শি জানান,আবছার পাহাড়ে মহিষ ছড়াতে গেলে পাহাড়ের ভিতরে ডাকাতদের কবলে পড়ে ।পরে তাদের চাহিদা মতো মুক্তিপণ দিতে না পারায় তাকে খুন করে ডাকাতরা।বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মুহাম্মদ জানান,তিনি খবর পেয়ে ঘটনা স্থলে যাচ্ছেন ।ঘটনা স্থলে গিয়ে বিকেল ৪টায় লাশ উদ্ধার করে সুরতহাল করে মর্গে প্রেরণ করার পক্রিয়ায় চলছে।#
Leave a Reply