বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
টেকনাফে মেয়র পদে হাজ্বী মোহাম্মদ ইসলামকে নির্বাচিত ঘোষণা
মোঃ আলমগীর, টেকনাফ:::
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদ-প্রার্থী হাজ্বী মোহাম্মদ ইসলামকে টেকনাফ পৌরসভার মেয়র পদে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। হাজ্বী মোহাম্মদ ইসলাম মেয়র পদে একক প্রার্থী হওয়ায় প্রতীক বরাদ্দের দিনে টেকনাফ পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন হাজ্বী মোহাম্মদ ইসলামকে মঙ্গলবার ৭-ডিসেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। এনিয়ে হাজ্বী মোহাম্মদ ইসলাম তৃতীয়বারের মতো টেকনাফ পৌরসভার মেয়র নির্বাচিত হলেন।
টেকনাফ পৌরসভার বর্তমান মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি’র চাচা এবং (উখিয়া-টেকনাফ) আসনের বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার বদি’র আপন চাচা শাশুড় শশুর। টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ার মরহুম হাজ্বী সুলতান আহমদ এর পুত্র।
টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তারমধ্যে, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি’র ছোট ভাই আবদুস শুক্কুর সিআইপি এবং মোহাম্মদ ইসমাইল এর মনোনয়নপত্র গত ২৯ নভেম্বর বাছাইতে বাতিল হয়ে যায়। এই ২ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপীল করেও তাদের প্রার্থীতা ফিরে পাননি। অপর মেয়র প্রার্থী জাতীয় পার্টির মোহাম্মদ শাহজাহান গত ৬ ডিসেম্বর তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় একক মেয়র প্রার্থী হিসাবে হাজ্বী মোহাম্মদ ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। টেকনাফ পৌরসভা নির্বাচনে মোট ১৬ হাজার ৮৬ জন ভোটার রয়েছে।
Leave a Reply