টেকনাফ-কক্সবাজার সড়কে বিজিবি চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে ৯৯ ভরির বেশি সাতটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।রোববার (৮ নভেম্বর) সকালের দিকে টেকনাফ হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত অবৈতনিক নায়েক মো. শাহজাহানের নেতৃত্বে কর্মরত টহল দলের সদস্যরা কক্সবাজারগামী একটি পালকী পরিবহনে তল্লাশি চালিয়ে ওইসব স্বর্ণসহ তাকে আটক করা হয়।
এসব স্বর্ণের বার প্যান্টে অভিনব কায়দায় লুকানো ছিল। যার মূল্য ৬৫ লাখ ২৯ হাজার ৫৩১ টাকা। আটককৃত ব্যক্তি চট্টগ্রাম সাতকানিয়া আফজল নগর এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে আব্দুল গণি (৪৬)।
স্বর্ণের বারসহ আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় এবং জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
Leave a Reply