শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
টেকনাফ পৌর এলাকায় ২০ মার্চ থেকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ হবে
মোঃ আলমগীর, টেকনাফ :::
কক্সবাজারের সিমান্ত শহর টেকনাফ পৌর এলাকায় আগামীকাল থেকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ভুর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হবে। ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তৈল বিক্রয় করা হবে। ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সাথে ছোলা যুক্ত করে বিক্রয় করা হবে।
টেকনাফ উপজেলায় ১৫৯৭১ জনের মধ্যে পৌরসভা এলাকায় ৯১১ জনকে ভুর্তকি মূল্যে টিসিবির এসব পণ্য বিক্রয় করা হবে। শনিবার সন্ধায় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও পারভেজ চৌধুরী এসব তথ্য জানান।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তৈল কিনতে পারবেন। দাম পড়বে প্রতি লিটার তৈল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫০ টাকা ও প্রতি কেজি মসুরের ডালের দাম পড়বে ৬৫ টাকা। দ্বিতীয় পর্যায়ে এই প্যাকেজর সাথে ২ কেজি ছোলা যুক্ত করে বিক্রয় করা হবে। কাল টেকনাফ পৌরসভার সত্তর এবং আদর্শ কেজি স্কুল মাঠ দুটি পয়েন্টে বিক্রির মাধ্যমে এর উদ্বোধন করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রমজান উপলক্ষে যে মানবিক উদ্যোগ নিয়েছেন তাতে উপকারভোগীরা যেমন উপকার পাবেন একইসাথে বাজার নিয়ন্ত্রণেও এ উদ্যোগ জোরালো ভূমিকা পালন করবে। পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নিম্নআয়ের খেটে খাওয়া মানুষরা এ সুবিধা ভোগ করবেন। তাদের সবার কাছে ইতিমধ্যে এসব কার্ড পৌঁছানো হয়েছে।
Leave a Reply