বৃহস্পতিবার, ১২ Jun ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
হ্নীলা মৌলভী বাজারে বিজিবির গুলিতে আহতদের পাশে দাঁড়ালেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী টেকনাফে যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ হোয়াইক্যং ইউনিয়নে বিনা মূল্যে গবাদীপশুর টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে কোস্ট ফাউন্ডেশন গোটা গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: জালেম নেতানিয়াহু কক্সবাজারে আইএবি’র দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হ্নীলায় ইসলামী আন্দোলন ও যুব আন্দোলনের টেকনাফ উপজেলা সম্মেলন সম্পন্ন বস্তা বস্তা ইয়াবা খালাসের নেপথ্যে এরা কারা? হ্নীলার মামা ভাগিনা সিন্ডিকেট অধরায় হোয়াইক্যং এর দুই জেলেকে নাফনদী থেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি টেকনাফে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটি সংবর্ধিত
নয়াপাড়া হাইয়ে পুলিশের হাতে ইয়াবা সিএনজি- মোটর সাইকেল সহ আটক-৬

নয়াপাড়া হাইয়ে পুলিশের হাতে ইয়াবা সিএনজি- মোটর সাইকেল সহ আটক-৬

ইয়াবার সংখ্যা নিয়ে ভিন্ন অভিযোগ!
নয়াপাড়া হাইয়ে পুলিশের হাতে ইয়াবা সিএনজি- মোটর সাইকেল সহ আটক-৬
নিজস্ব প্রতিবেদক::

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ দিবাগত রাত ১১.৩০ টায় ইয়াবার একটি বড় চালান সহ ৪ মাদককারবারী কে আটক করতে সক্ষম হয়।একই সাথে আটক করা হয় সিএনজি চালক সহ অপর ২জন কে। তবে এলাকার প্রত্যক্ষদর্শির মতে নয়াপাড়ার জনৈক আমানুল্লাহর পুত্র রিদওয়ান নামক এক মাদককারবারী ঢাকার ৪ কারবারী কে মাদকের একটি বড় চালান তুলে দিতে হোয়াইক্যং আসে। তাদের প্রাইভেটকার হোয়াইক্যং রেখে সিএনজি দিয়ে নয়াপাড়া আসে উক্ত কারবারীরা। তখন ইয়াবার চালান নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে সিএনজিও মোটর বাইক নিয়ে রওয়ানা দেয়ার সময় হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাড়ি অতিক্রম করার সময় পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করলে কারবারীরা পুলিশের তল্লাশী পয়েন্ট অমান্য করে পালিয়ে যাওয়ার সময়
আসামী ১. মোঃ রিদওয়ান ইসলাম(২০), পিতাঃ আমানত উল্লাহ সাং- নয়াপাড়া, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার, ২. মোহাম্মদ আজিজুল ইসলাম সোহান(২৫), পিতাঃ আমিরুল ইসলাম বাবুল, স্থায়ী সাং- সিজিয়ারা, থানাঃ নাঙ্গলকোট, জেলাঃ কুমিল্লা, বর্তমান ঠিকানাঃ ৬৬/৩/এইচ, মানিক্নগর মডেল স্কুলের পাশে, থানাঃ মুগদা, জেলাঃ ঢাকা, ৩. মোহাম্মদ আলম(২৫), পিতাঃ আলী হোসেন, সাং- নিতাইগঞ্জ(রানী ভিলা), থানাঃ সদর, জেলাঃ নারায়ণগঞ্জ ৪. মোসাঃ জ্যোতি আক্তার(২১), স্বামী মোহাম্মদ আলম, সাং- নিতাইগঞ্জ(রানী ভিলা), থানাঃ সদর, জেলাঃ নারায়ণগঞ্জ ৫. মোঃ শাহজাহান(২৫), পিতা জাবের আলী, সাং- কানজ্বরপাড়া, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার, ৬. মোঃ ইউনুস(১৯), পিতাঃ মৃত নুর আহাম্মদ, সাং- উত্তর কানজ্বরপাড়া, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার সহ মোট ৬ জন কে আটক করে। পুলিশ জানায়, তাদের কাছে ৪ হাজার ২শত পিচ ইয়াবা পাওয়া গেছে। তবে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শির বর্ননা মতে ইয়া ছিল ২০ হাজারের চেয়ে বেশী। নয়াপাড়ার হাইওয়ে পুলিশের ওসি একে.এম.মন্জুরুল হক আকন্দ এ প্রসঙ্গে বলেন,বিষয়টি সঠিক নয়। মানুষ অনেক কিছু বলবে।
উদ্ধারকৃত ইয়াবা ছিল ৪২০০ পিচ। ধৃত আসামীদের নিয়মিত মামলা রুজু শেষে থানায় সোপর্দ করা হয়েছে।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Bangla Webs