সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে পিতা দাবি করে আদালতে মামলা করেছেন ইসহাক নামের এক যুবক। পাশাপাশি সাবেক এই এমপিকে পিতা প্রমাণে আদালতের কাছে ডিএনএ টেস্টের দাবিও করেছেন তিনি।
রবিবার টেকনাফ সহকারী জজ জিয়াউল হকের আদালতে আবেদনটি করেন মো. ইসহাক (২৬) নামের ওই যুবক। পরে অভিযোগ আমলে নিয়ে আদালত বদির বিরুদ্ধে সমন জারি করেছেন।
বিষয়টি নিশ্চিত করে বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওসমান গনি বলেন, অভিযোগ আমলে নিয়ে আদালত অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ১৩ জানুয়ারি মামলাটির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
এ বিষয়ে সাবেক এমপি আবদুর রহমান বদি সাংবাদিকদের জানান, এটা কোনো ম্যাটার না। উখিয়া টেকনাফের যে কেউ তাকে পিতা দাবি করতে পারেন। ইসহাক সন্তান কিনা এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে যান। মামলার কাগজ হাতে পেলে কথা বলবেন বলেও জানান তিনি।
Leave a Reply