শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের সাথে জড়িত সেনাদের বিরুদ্ধে নতুন এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে সেখানে বিক্ষোভ শুরু হয়।
এদিকে, মিয়ানমারের রাজধানী নেপিদুতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়েছে। মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভকারীরা অভ্যুত্থানবিরোধী সমাবেশে যোগ দিলে এ ঘটনা ঘটে।
Leave a Reply