বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
টেকনাফে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর প্রতিবাদে রাস্তায় নামলেন ছাত্র-জনতা পুলিশে ৩৬০০ কনস্টেবল নিয়োগ, আবেদন ফি ৪০ টাকা শিক্ষা কমিশনে নাস্তিকদের সরিয়ে ইসলামি শিক্ষাবিদ ও আলেমদেরকে দিতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৫৮১ জন শহীদ হয়েছে : স্বাস্থ্য বিষয়ক উপ কমিটি মিয়ানমার থেকে দেশে ফিরছেন আরও ৮৫ বাংলাদেশি বিদ্রোহীদের দখলে মিয়ানমারের বড় এলাকা, ক্ষমতাচ্যুতের পথে জান্তা? টেকনাফ কে সন্ত্রাস মুক্ত শান্তির শহর বানাবো- শাহজাহান চৌধুরী কোস্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হোয়াইক্যং আলিয়া আছিয়া উচ্চ বিদ্যালয়ে নারী ফুটবল প্রীতি ম্যাচ সম্পন্ন সেনাবাহিনীর হাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব: ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা যা যা করতে পারবেন এখন স্বাধীন দেশে বসবাস করছি: আগে স্বাধীন ছিলাম না : পীর সাহেব চরমোনাই
সহযোগিতার আরএক নাম Cordaid মানবিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।

সহযোগিতার আরএক নাম Cordaid মানবিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।

সহযোগিতার আরএক নাম Cordaid মানবিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
নিজস্ব প্রতিবেদক :
Cordaid একটি বেসরকারি মানবিক আন্তর্জাতিক উন্নয়ন মূলক সংস্থা। দীর্ঘ চার বছরের মানবিক আন্তর্জাতিক উন্নয়ন মূলক সংস্থা। দীর্ঘ চার বছরের অধিক সময় ধরে সংস্থাটি টেকনাফ উপজেলায় বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় GIZ Livelihood Intervention in Teknaf প্রকল্পটি স্থানীয় জনগনের মধ্যে আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কর্মরত আছেন। এই প্রকল্পের ক্যাশ ফর ওয়ার্ক (CFW) এলাকায় উন্নয়ন ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে স্হানীয় দরিদ্র জনগণের মাধ্যমে মাটির রাস্তার কাজ করে আসছে। ১নং হোয়াইকং ইউনিয়নের খারাংখালি (৮নং ওয়ার্ডের) রাখাইন পাড়ার BGB ক্যাম্পের রাস্তা ও কম্বনিয়া পাড়া (৯নং ওয়ার্ডের) দুটি গুরুত্বপূর্ণ রাস্তায় মাটির কাজ চলমান আছে।বিগত ২০ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ হোয়াইকং ইউনিয়নের খারাংখালি ৮নং ওয়ার্ডের রাখাইন পাড়া বিজিবি ক্যাম্পের গুরুত্বপূর্ণ স্কিমের রাস্তার মাটির কাজ পরিদর্শন করেন ১নং হোয়াইকং মডেল ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী,৮নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য জনাব মোহাম্মদ আলম (এমএসএস) বিজিবি ক্যাম্পের সুবেদার জনাব শাহ আলম,Cordaid এর প্রকল্প ইন্জিনিয়ার মোহাম্মদ আকরামুল,ইউনিয়ন প্রতিনিধি মিন্টু আন্তন বৈরাখী,মাইমুনা আকতার, সমুদা বেগম, জে এম রহমান, লোকমান হাকিম, এবং রাস্তার কাজের সাথে জড়িত অন্যান্য জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। রাস্তার কাজের গুরুত্ব এবং অগ্রগতি দেখে সম্মানিত চেয়ারম্যান, মেম্বার এবং বিজিবি ক্যাম্পের সকলে সন্তুষ প্রকাশ করেন।বিজিবি ক্যাম্পের রাস্তার মাটির কাজ হওয়াই অত্র এলাকার লবণ চাষি, মৎস চাষি, ধান চাষি, জেলে শ্রেণির লোকজন ও বিজিবি ক্যাম্পের সকল সদস্যদের চলাচলের সুবিধা হয়েছে। যার জন্য Cordaid সংস্থাটির প্রতি সকলেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design By Rana