বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
ককক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দুঃসময়ের নৌকার কান্ডারী ও দলের ত্যাগি নেতা কর্মীরা চরম হতাশ, তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের মতে একজন অযোগ্য মানুষের হাতে নৌকা তুলে দেয়া হয়েছে। আজিজুল হককে প্রার্থী মনোনয়নের খবর শুনে সাধারণ ভোটারের মাঝে চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দুঃসময়ের দলের প্রিয়মুখগুলো সকল যোগ্যতা থাকা সত্বেও কেন নৌকার মনোনয়ন পেল না এমন প্রশ্ন আওয়ামীলীগ ও সাধারণ ভোটারদের।
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আজিজুল হক হওয়ায় অনেকে হতাশা ব্যক্ত করেছেন। এলাকাবাসী জানান, গত ইউপি নির্বাচনে আজিজুল হক ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী হয়ে বিপুল ভোটে পরাজিত হয়। এবারো তিনি ইউপি সদস্যপদে নির্বাচনের গনসংযোগ ও করেছেন।
তাকে কিভাবে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দিল এটাই প্রশ্ন আওয়ামীলীগ দলীয় নেতাকর্মী ও ভোটারদের। তাই হোয়াইক্যং ইউনিয়নের জনগণের দাবি এই মনোনয়ন বাতিল করে আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন পূনঃবিবেচনার দাবী জানান।
Leave a Reply