শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন
টেকনাফের হোয়াইকং ঘিলাতলীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন: মুহাম্মদ তাহের নঈম :
সরকারি নির্দেশনা অমান্য করে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী ও ঘিলাতলী এলাকার কাটাখালী খালে ড্রেজার মেশিন ও ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন অনেকটাই ওপেন সিক্রেট হয়ে পড়েছে। প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বালু উত্তোলনকারী ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় বালু উত্তোলনের কাজ হরহামেশায় চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ এলাকাবাসীর।
জানা যায়, টেকনাফের হোয়াইকং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাটাখালী হাবিবুর রহমান সর্দারের বাড়ির পাশে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে গিয়াসউদ্দিন, কামাল ও এনামুল সহ কতিপয় বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি খাস জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। ফলে জনসাধারণের যাতায়াত রাস্তা, ফসলি জমি ক্ষেত ও গোরস্থান বেশ হুমকির মুখে রয়েছে। এভাবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু উত্তোলন কারীরা বেপরোয়া ভাবে প্রতিনিয়ত বালু উত্তোলন করছে।
ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলকারীদের রাহু গ্রাস থেকে মুক্তির জন্য দ্রুত বন্ধের পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন সচেতন মহল।
এ ব্যাপারে টেকনাফ সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী বলেন, সরকারী বিধি নির্দেশনা অমান্য করে যদি কেউ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি উপজেলা প্রশাসন থেকে অবশ্যই তদন্ত করা হবে ।
Leave a Reply